সাথী দাস, পুরুলিয়া, ১৮ আগস্ট: পুরুলিয়া শহরের আবাসনে থাবা বসাচ্ছে করোনা, সরকারি পরিসংখ্যান অন্তত তারই ইঙ্গিত দিচ্ছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন এলাকার আবাসনের বাসিন্দাদের পজিটিভ রিপোর্ট দেখা যাচ্ছে। যদিও সতর্ক থাকার ফলে বহুতল আবাসন গুলিতে মহামারি রূপ নেয়নি।
এদিকে প্রশাসনের দেওয়া এদিনের তথ্য অনুযায়ী পুরুলিয়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৮৬ জন। যদিও নতুন করে ১৬ জন আক্রান্ত হন। পুরুলিয়া শহরের নতুন করে তিনটি কনটেইনমেন্ট জোন সহ জেলায় সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১২৭টি। সুস্থ হয়েছেন ৩৫৫ জন। শতকরা হার ৬০.৫৮%। বেশি সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা হওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ার অন্যতম কারণ। আজ ৬৭৬ জনের লালা রসের নমুনা সংগ্রহ করা হয়।

