আমাদের ভারত, হুগলী, ৪ সেপ্টেম্বর : করোনা যুদ্ধে যারা সামনের সারিতে থেকে লড়াই করছেন তাদের সুরক্ষার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বহুজাতিক কোম্পানিও চেষ্টা করছেন অনবরত। সেই রকমই একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা এবার তাদের মালটিভিটামিন সমৃদ্ধ একটি ওষুধ বিনামূল্যে সরবরাহ করতে এগিয়ে এলো। শ্রীরামপুর থানার পুলিশকর্মী ও অন্যান্য কর্মীদের হাতে তুলে দিল সেই ওষুধ।

সংস্থার দাবি, আন্তর্জাতিক বাজারে প্রসিদ্ধ এই ওষুধ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। তাই হাসপাতাল কর্মী পুলিশ কর্মী সহ করোনা যুদ্ধের প্রথম সারিতে থাকা মানুষদের কথা চিন্তা করে এই ওষুধ আরো বেশী করে তাদের হাতে তুলে দিতে চায় সংস্থা। আগামী দিনে বিভিন্ন যায়গায় এই ওষুধ সরবরাহ করার কথাও ভাবছেন তারা।

