ফিরছে করোনা আতঙ্ক! পরিস্থিতি মোকাবিলায় বুস্টার ডোজ হিসেবে ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র কেন্দ্রের

আমাদের ভারত, ২৩ ডিসেম্বর:
ফের আতঙ্ক ছড়িয়েছে করোনা। ভাইরাসের নতুন প্রজাতি বিএফ.৭ চিনে মৃত্যু মিছিল তৈরি করেছে। লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এই নয়া ভাইরাসে। চিন থেকে যাতে ভারতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া শুরু করেছে কেন্দ্র। করোনার ন্যাজাল ভ্যাকসিন অর্থাৎ নাকে দেওয়ার টিকা দেওয়া শুরু হচ্ছে আজ থেকেই।

কোভিডেরর প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে যারা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়েছে তারা বুস্টার হিসেবে এই টিকা নিতে পারবেন। এই টিকা প্রথমে পাওয়া যাবে বেসরকারি হাসপাতালে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, আজ থেকেই টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। ভারত বায়োটেকের তৈরি এই প্রতিষেধককে যুক্ত করা হয়েছে কোউইন আ্যাপেও কোভিডের ন্যাজাল ভ্যাকসিনের ট্রায়াল করার অনুমতি আগেই দিয়েছিল কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। স্বাস্থ্য মন্ত্রক বলেছিল, বুস্টার ডোজ অব ভ্যাকসিনের জন্য টিকার আনম্যাচ করা যাবে না। সেই জন্যেই বুস্টার শট হিসেবে ইন্ট্রান্যাজাল ভ্যাকসিনের ডোজ এনেছে ভারত বায়োটেক।

ভাবা হচ্ছিল করোনা সম্ভবত বিদায় নিয়েছে। অল্পস্বল্প সংক্রমণ দেখা দিলেও সেভাবে করোনার বিস্ফোরণ চলতি বছর হয়নি। তাই কোভিড বিধি তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিল কেন্দ্র। কিন্তু এখন আবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। করোনার নতুন প্রজাতির কারণে সারা বিশ্বে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবারো যে কোনও সময় খেলা দেখাতে পারে করোনা।

তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে মিলেছে সতর্কবার্তা। সবদিক থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় করোনার বুস্টার ডোজও দেওয়া শুরু হচ্ছে।

ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসিন এবং ফ্লুজেন ভ্যাকসিন কোম্পানি সঙ্গে হাত মিলিয়ে ন্যাজাল ভ্যাকসিন তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, এই ভ্যাকসিনের নাম বিবিভি১৫৪ । এটি হবে ন্যাজাল ড্রপ এর মতো। শরীরে গিয়ে ভাইরাস প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করবে। ভারত বায়োটেক জানিয়েছে, যেহেতু ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে মিল রয়েছে সার্সকফ টু ভাইরাসের, ফ্লু ভ্যাকসিনকে ক্যান্ডিডেট হিসেবে ব্যবহার করা হয়েছে এই ন্যাজাল ভ্যাকসিন তৈরির কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *