আমাদের ভারত, ৯ আগস্ট: করোনার প্রভাব বিষয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। সমীক্ষার ফলাফল থেকে গবেষকরা জানাচ্ছেন শিশুদের শরীরে করোনার ভয়াবহ প্রভাব পড়ছে। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনার ভয়াবহ প্রভাবে আক্রান্ত শিশুরা সেরে উঠলেও তাদের ব্রেইন ড্যামেজ হচ্ছে অথবা তারা জটিল স্নায়ুর রোগে আক্রান্ত হচ্ছে।
অন্তত ২৭ টি এমন শিশুর খোঁজ পেয়েছেন এই গবেষকরা করানো থেকে সেরে উঠলেও তারা ব্রেইন ড্যামেজ বা স্নায়ুর জটিল অসুখে আক্রান্ত হচ্ছে শিশুরা। জামা নিউরোলজি নামক জার্নালে লন্ডনের গ্রেট অরম্যান্ড স্ট্রিট হসপিটালের গবেষকরা এই সমীক্ষার রিপোর্ট তুলে ধরেছেন। তারা বলছেন ৮ থেকে ১৫ বছর বয়সী শিশুদের পর্যবেক্ষণ করে দেখা গেছে তারা করোনা থেকে সেরে উঠলেও একাধিক নানা সমস্যায় ভুগছেন। তাদের ঘনঘন মাথাব্যথা হচ্ছে, স্নায়ুবিক দুর্বলতা প্রকট হচ্ছে তাদের। অথচ করোনা হবার আগে তারা সম্পূর্ণ সুস্থ ছিল।
শুধু ছোটদেরই নয় বড়দের ক্ষেত্রেও করোনায় আক্রান্ত হবার পর মস্তিষ্কের ক্ষতি হয়েছে অনেকেরই। জামা নিউরোলজির স্টাডি বলছে এমন শিশুর সন্ধান পেয়েছেন তারা তাকে করোনা হবার পর হুইল চেয়ারে বসতে হয়েছে।
অন্যদিকে সিএনবিসির রিপোর্ট বলছে অনেক শিশুর ক্ষেত্রেই এমন উপসর্গ দেখা যাচ্ছে যা কাওয়াসাকি সিনড্রোমের অনেক কাছাকাছি।

