আমাদের ভারত, ১০ আগস্ট: ক্রমেই বাড়ছে দুর্গাপুরে করোনার আক্রান্তের সংখ্যা। তার সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ৭২ ঘন্টায় শিল্প শহরে ৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। প্রশাসনের তরফে দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন এলাকা গুলিকে কনটেইনমেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে সনোকা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেনাচিতি নতুন পল্লীর বাসিন্দা বছর ৩৮-র এক মহিলার। শনিবার সেখানকার একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দু’জনের। তার মধ্যে একজনের বয়স ছিল ৬১ ও অন্যজনের বয়স ছিল ৬২। অন্যদিকে দুর্গাপুর নিউটন থানা এলাকাতেও এক যুবকের মৃত্যু হয়েছে করোনায়। ফলে গত তিনদিনে দুর্গাপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
শেষ কয়েক দিন ধরে দুর্গাপুরে গড়ে ৩০ জন করে করোনায় আক্রান্ত হয়ছ ভর্তি হচ্ছেন হাসপাতালে।
বেনাচিতি বাজারের কাছে একটি পরিবারের ১২ জন একসাথে করোনা আক্রান্ত হয়ে রবিবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। গত তিন দিনে করোনায় যে পাঁচ জনে মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজনের বাড়ি বেনাচিতি বাজার এলাকাতেই।

