করোনা বিপদ, ঝাড়গ্রামকে রেস্ট্রিকশন এলাকা ঘোষণা করল জেলা প্রশাসন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ জুন: ঝাড়গ্রামে করোনার বিপদ দিন দিন বেড়ে চলেছে। তাই বিপদ থেকে রক্ষা পেতে আগেভাগেই সতর্কতা জারি করল ঝাড়গ্রাম জেলা প্রসাসন। রেড জোন ঘোষণার আগে তারা ঝাড়গ্রামকে নিয়ন্ত্রিত এলাকা অর্থাৎ রেস্ট্রিকশন এলাকা বলে ঘোষণা করল। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী ১৭ জুন জেলায় আক্রান্ত ৬১ জন, সুস্থ হয়েছে একদিনে ২৬ জন সক্রিয় ৪৩২ জন। সেই জায়গায় দাঁড়িয়ে ঝাড়গ্রাম শহর ও ব্লকের গ্রামীণ এলাকাগুলিতে হাই রেস্ট্রিকশন জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এখনই কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোঢণা করা হচ্ছে না বলে জানাগেছে জেলা প্রশাসন সুত্রে।

এই রেস্ট্রিকশন জোনে করোনার নিয়ম মেনে চলার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, এক জায়গায় বেশি জনের জমায়েত করা যাবে না, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো যাবে না, সরকারি সমস্ত নিয়ম মেনে চলতে হবে। জানা গেছে, যে সমস্ত জায়গায় আক্রান্তের সংখ্যা বেশি সেই জায়গা গুলিকে চিহ্নিত করে হাই রেস্ট্রিকশন জারি করা হল।

এলাকাগুলি হল- ঝাড়গ্রাম পৌর এলাকার মধ্যে ১০নং ওয়ার্ডের কনক পল্লি (প্রাণী মিত্রা থেকে মনসা মন্দির)। ঝাড়গ্রাম ব্লকের, মানিকপাড়া রামকৃষ্ণ বাজার, লোধাশুলি বাজার, গশালবনি অঞ্চলের জিতুশোল বাজার এলাকা। জামবনি ব্লকে থাকছে গিধিনী এলাকার নুনিয়া মোড় থেকে বাম দিকে হয়ে বকুলতলা।(সৌমেন্দ্র নাথ পানির বাড়ি) থেকে জগন্নাথ মন্দির হয়ে বকুলতলা পর্যন্ত। গোপীবল্লভপুর ১নং ব্লকের মধ্যে থাকছে নয়াবাসান, সিজুয়া, গোপীবল্লভপুর(মন্দির রোড), বর্গীডাঙ্গা ও কাপাশিয়া। গোপীবল্লভপুর ২নং ব্লকের মধ্যে তপসিয়া এলাকায় জুগডিহা মৌজার বেরা পাড়া, তপসিয়া মৌজাতে দাস পাড়া (তপসিয়া সিডিপিও অফিস থেকে সুনীল দাসের বাড়ি, তপসিয়া বাজার, লাউপাড়া মৌজা। নোটা অঞ্চলের একুর মৌজাতে বেরা পাড়া বট তলা চক ও নোটা বাজার। চোরচিতা অঞ্চলের খড়িকাশোল মৌজাতে সিং পাড়া ও তল পাড়া ও চোরচিতা বাজার।
কুলিয়ানা অঞ্চলের রান্টুয়া বাজার। বেলিয়াবেড়া অঞ্চলের, গোহালমারা বাজার ও বেলিয়াবেড়া বাজার।
সাঁকরাইল ব্লকের থেকে থাকছে রোহনী এলাকা, রোহনী বাজার। বাহাদুরপুর গ্রাম। কেশিয়াপাড়া অঞ্চলের কেশিয়াপাদা বাজার।

নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বাজার, গোহালডিহা প্রাইমারি স্কুলের পাশ পর্যন্ত, নয়াগ্রাম এসএসএইচ এর পাশ পর্যন্ত, কুরকুর শোল চক এলাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পাশে পর্যন্ত। এছাড়াও নয়াগ্রাম বাজার, নয়াগ্রাম থানা বাজারের এলাকা, নয়াগ্রাম পঞ্চায়েত অফিস এলাকা, নয়াগ্রাম সেতুর পাশের বাজার এলাকা, নিমাই নগর বাজারের পার্শ্ববর্তী এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *