নীল বনিক, আমাদের ভারত, ২৩ এপ্রিল:
করোনাকে রুখতে আরও বেশি পরীক্ষার দাবি করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। ততিনি বলেন, করোনারকে রুখতে সত্যের সন্ধান করতে হবে। বিজ্ঞানসম্মত ভাবে চিকিৎসা পদ্ধতি চালাতে হবে রাজ্যকে। সত্যকে চাপা দিলে করোনাকে প্রতিহত করা যাবে না বলেও রাজ্যসরকারকে কটাক্ষ করেন সিপিএমের প্রাক্তন সাংসদ।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এই কথা জানান।
কেন্দ্র এবং রাজ্য করোনা চিকিৎসায় উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন সেলিম। সিপিএম নেতা বলেন, চিকিৎসক-নার্স সহ স্বাস্থ্যকর্মীদের যেসব স্বাস্থ্য সামগ্রী দেওয়া প্রয়োজন তা পাচ্ছেন না তাঁরা। একই ওয়ার্ডে করোনা আক্রান্তদের সঙ্গে সাসপেক্টটেড রোগীদেরও রাখা হচ্ছে বলে অভিযোগ তাঁর। এর ফলে আরও সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকছে বলে অভিযোগ করেন তিনি।