মুক্তি পেল করোনা সচেতনতা বিষয়ক শর্টফিল্ম “বার্তা”

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ আগস্ট: সৃজনশীল ভাবনার সাথে সচেতনতার বার্তার মেলবন্ধন ঘটিয়ে মুক্তি পেল শর্টফিল্ম বার্তা। করোনায় যখন মঞ্চ বা প্রেক্ষাগৃহে সেভাবে কোনও অনুষ্ঠান হচ্ছে না, তখন বিভিন্ন অংশের শিল্পীরা তাদের সৃজনশীল ভাবনা ও শিল্পকর্মকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে যেমন হাজির করছেন তেমনি পাশাপাশি অনেকেই তার মধ্য দিয়েই নানা সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক বার্তাও দিচ্ছেন। এই ধরণের প্রয়াসের সঙ্গে সাজুয্য রেখে করোনা নিয়ে মানুষকে আরো সচেতনতার বার্তা দিতে সম্প্রতি মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি “বার্তা”।

ক্রিয়েশান পিকচার্সের ব্যানারে তৈরি এই ছবিটির নির্দেশনা দিয়েছেন সুদীপ্ত দে ও সৃজনশীল নির্দেশনা দিয়েছেন রাকিবুল হাসান, সহযোগিতা করেছেন উপাসনা ভট্টাচার্য। ক্যামেরায় ছিলেন সঞ্জয় কুমার সিংহ এবং শুভঙ্কর রায়। শব্দ নিয়ন্ত্রণ করেছেন ষষ্ঠী চ্যাটার্জি। আভিনয়ে অংশগ্রহণ করেছেন কৌশিক চক্রবর্তী, দেবাশিস পাত্র, নিশীথ দাস, পিন্টু দাস, শিউলি দাস, শিশু শিল্পী ঈশানি দাস, নন্দিনী মুখার্জি, অক্ষলীনা দাস, নিমাই দে, রাকিবুল হাসান, সুস্মিতা সাঁতরা, রিজওয়ান খাঁন, শ্রীকুমার মন্ডল, নীল সহ অন্যান্যরা। এছাড়াও ছবির বিভিন্ন কাজে যুক্ত থেকে সহযোগিতা করেছেন সমাপ্তি বেরা, স্নেহা দে, সুদর্শন সাঁতরা প্রমুখ। করোনা আবহে স্বাস্থ্যবিধি না মেনে চলা মানুষদের ঘুরপথে চিঠির মাধ্যমে জীবন বা বেঁচে থাকার গুরুত্বের কথা বোঝাতে চাওয়া হয়েছে এই ছবিতে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ার দায়িত্বও যে বড়দের, সে বার্তাও রয়েছে ছবির গল্পে।ছবির পরিচালক সুদীপ্ত দে সহ ছবির সাথে যুক্ত কলাকুশলীদের আশা, ৭ মিনিট ৪৮ সেকেন্ডের এই ছবিটি দর্শকদের মন জয় করবে। ইতিমধ্যেই ইউটিউব চ্যানেল সহ সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোড হয়েছে। উল্লেখ্য, ছবিটি মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এবং এই ছবিতে অভিনয় সহ  বিভিন্ন কাজে যাঁরা যুক্ত তারা সকলেই মেদিনীপুর শহরের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *