জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুলাই: জনগণকে আরোও বেশি সচেতন করতে করোনা প্রচারে পথে নামল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।মেদিনীপুর শহরে সিপিএমের পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে করোনা সচেতনতা নিয়ে মাইক প্রচার হল বিভিন্ন এলাকায়। টোটোতে মাইক বেঁধে শহরের বিভিন্ন এলাকায় করোনা সচেতনতা ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে বিভিন্ন বার্তা দেন সিপিআইএম কর্মীরা। পাশাপাশি করোনা সচেতনতা বিষয়ে হ্যান্ডবিল বিলি করা হয়। বিভিন্ন এলাকায় এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন পল্লব সরকার, সুব্রত চক্রবর্তী, মানস প্রামাণিক, রতিশুভ্র চক্রবর্তী, মৃণভ সুর, অসীম মুখার্জি, মৃণাল দাস প্রমুখ।

