আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মার্চ: সোমবার সকালে মেদিনীপুর শহরের গেটবাজার এলাকায় মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করোনা ভাইরাস বিষয়ে এলাকাবাসীদের সচেতনতার জন্য একটি শিবিরের আয়োজন করা হয়। শিবির থেকে এলাকাবাসীদের অহেতুক আতংকিত না হয়ে নিজেদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানানো হয়। এলাকার সর্বস্তরের মানুষদের করোনা থেকে দূরে রাখার লক্ষ্যে সাবান দেওয়া হয়। প্রায় হাজার খানেক মানুষকে এই সাবান দেওয়া হয়। উপস্থিত ছিলেন শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌ রায়, অধ্যাপক ধীরেন বাগ, চন্ডী হাজরা সহ অন্যান্যরা।