করোনা আক্রান্ত শক্তি মন্ত্রকের অফিসার, সিল মন্তকের অফিস

চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ১১ মে: রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবনের পর একের পর এক সরকারি অফিসে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই বিএসএফ এবং সিআইএসএফের সদর দফতর করোনা সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছিল। এবার করোনা আক্রান্ত হলেন শক্তি মন্ত্রকের এক অফিসার।

সূত্রের খবর, ওই অফিসারের গত কয়েকদিন ধরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল। ঝুঁকি এড়াতে শনিবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। রবিবার সেই রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি দিল্লির এক নামজাদা হাসপাতালে ভর্তি। শক্তি মন্ত্রকের অফিসারের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পেতেই সিল করে দেওয়া হয় গোটা অফিস।

জীবাণুমুক্তকরণের কাজও শুরু হয়েছে। অফিসের অন্যান্য কর্মীদের আপাতত বাড়িতে বসেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গত কয়েকদিনে আক্রান্তের সংস্পর্শে যাঁরা এসেছিলেন খোঁজ করে তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই কর্মীর পরিবারের সদস্যদেরও আপাতত হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের সকলেরই নমুনা পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *