আমাদের ভারত, কোলাঘাট, ২৫ ফেব্রুয়ারি: শিক্ষক কিংবা গৃহ শিক্ষকদের কাছে পড়তে যাওয়া নিয়ে ছাত্র-ছাত্রীদের দ্বিধা দূর করতে এবং শিক্ষাকে মেরুদণ্ড হিসেবে ধরে রাখার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার গৃহশিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। মঙ্গলবার আলোচনা চক্রটি বসে ক্ষেত্রহাট হারাধন ইন্সটিটিউটে। এদিন এলাকার স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষকরা আলোচনার মাধ্যমে তাদের মধ্যে তৈরি হওয়া বিভেদ দূর করতে একমত হন।
ক্ষেত্রহাট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক অমলেন্দু ঘোড়া জানান, গৃহ শিক্ষক ও স্কুল শিক্ষকদের সমন্বয়ে যে আলোচনা হয়েছে তাতে আগামী দিনে এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রটি আরও উন্নত হবে। কারণ যে সমস্ত স্কুল শিক্ষক রয়েছেন শিক্ষা দপ্তর থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে পড়াশোনার সঠিক দিনগুলি একমাত্র তাদেরই জানিয়ে দেওয়া হয়। শিক্ষা দপ্তর প্রদত্ত সেইসব কৌশল গৃহ শিক্ষকদের মধ্যে আদান প্রদান করা হলে ছাত্র-ছাত্রীদের ভালো হবে বলে মনে করেন আলোচনা সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা।
পাঁশকুড়ার গৃহশিক্ষক রিঙ্কু ব্যানার্জি জানান, গৃহ শিক্ষক ও স্কুল শিক্ষকদের আলোচনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের অনেকটাই ভালো হবে বলে মনে করা যায়। আলোচনা সভা শুরুর আগে ক্ষেত্র হাট বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের বরণ করেন।