আমাদের ভারত, হাওড়া, ১২ ডিসেম্বর: রাজ্যে পেঁয়াজের সঙ্কট মেটাতে সমবায় দপ্তর ৭০ টন পেঁয়াজ বিক্রি করবে। বৃহস্পতিবার বাগনানের খালোড়ে বাগনান ১ নং ব্লক ও উলুবেড়িয়া মহকুমা কৃষি মেলা উদ্বোধন করতে এসে এই কথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, বর্তমানে রাজ্যে যে পরিমাণ পেঁয়াজ চাষ হয় তাতে ৬০ শতাংশ ঘাটতি মেটানো সম্ভব। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহ দিচ্ছেন তাতে আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যে ১০০ শতাংশ পেঁয়াজ চাষের ঘাটতি মিটবে।
মন্ত্রী বলেন, কয়েকজন এই মেলাকে নিয়ে কটাক্ষ করছেন কিন্তু তাঁরা জানেন না রাজ্য গত কয়েক বছরে কৃষিক্ষেত্রে পরপর বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছে। মন্ত্রী অরূপ রায় বলেন, এই ধরনের মেলা শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান নয় কৃষকদের কম খরচে অধিক ফলনে উৎসাহিত করা হয়। এ দিনের মেলা থেকে ৪ জনের হাতে কৃষি রত্ন পুরস্কার তুলে দেয়া হয়।
সূত্রের খবর, ৩ দিন ধরে চলা এই মেলায় ২০ টি স্টল দেওয়া হয়েছে যেখানে কৃষিজ পণ্যের প্রদর্শনী ছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি জিনিস বিক্রি করা হবে। সূত্রের খবর, তিনদিন ধরে মেলা চলাকালীন মেলায় পেঁয়াজ বিক্রি করা হবে।
এদিনের এই মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক পুলক রায়, বিধায়ক অরুণাভ সেন, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তি।