রেলের তরফে অনুমোদিত কুলিদের দেওয়া হল নতুন পোশাক

আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: কিছুদিন বাদেই শারদ উৎসবে সামিল হবে আপামর বাঙালি। আর শারদীয়া মানেই চারিদিকে নতুন পোশাক কেনার ধুম। এই বিষয়কে মাথায় রেখেই পুজোর আগে হাওড়া স্টেশনের অনুমোদিত কুলিদের হাতে নতুন পোষাক তুলে দেওয়া হল বুধবার।

হাওড়া স্টেশনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার সহ রেলের অন্যান্য কর্তারা। ডিআরএম সঞ্জীব কুমার এদিন হাওড়া স্টেশনের মোট ৬০৫ জন অনুমোদিত কুলিদের মাথা পিছু ৩টি করে নতুন পোষাক তুলে দেন।

ডিআরএম বেশ কয়েকজন অনুমোদিত কুলিকে পোষাক পরার কাজে সাহায্যও করতে দেখা যায়। তিনি জানিয়েছেন, হাওড়া ডিভিশনের অধীনে থাকা হাওড়া স্টেশনসহ অন্যান্য স্টেশনগুলির মোট ২৩৫০ জনের হাতে মাথাপিছু ৩টি করে পোষাক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। এরই অঙ্গ হিসেবে এদিনের এই অনুষ্ঠানে হাওড়া স্টেশনের মোট ৬০৫ জনকে মাথা পিছু ৩টি করে নতুন ইউনিফর্ম তুলে দেওয়া হল।

নতুন পোশাক পেয়ে স্বভাবতই খুশি অনুমোদিত কুলিরা। পুজোর আগে নতুন পোশাক দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শশিভূষণ ঠাকুর, রোহিত কুমার সহ অন্যান্য অনুমোদিত কুলিরা।

রেলের বিভিন্ন কর্তাদের সাথে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে। নতুন পোশাক পরেই এবারের পুজোয় আর পাঁচজন সাধারণ মানুষের মতো হাসিমুখেই পরিষেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *