বাগদায় রান্নার গ্যাস লিক করে আগুনে ভস্মীভূত তিনটি বাড়ি 

সুশান্ত ঘোষ, বাগদা, ১২ মে: গ্যাস থেকে আগুন লেগে ভস্মীভূত পরপর তিনটি বাড়ি। অসহায় পরিবারের লোকজন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। পুড়ে ছাই নগদ ৮০ হাজার টাকা সহ সার্টিফিকেট, সোনার গহনা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঝিকরে গ্রামে। 

স্থানীয় সূত্রের খবর, একই পরিবারের তিন ভাই
রতন সরকার, সুভাষ সরকার, বিকাশ সরকার। আজ  দুপুরে সুভাষের ঘরে রান্না করতে গিয়ে গ্যাস লিক করে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘর জুড়ে। গ্রামের মানুষ আগুন নেভাতে উদ্যোগী হয়। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন আসার আগেই ভস্মীভূত হয়ে যায় পরপর তিনটি বাড়ি। 

বাড়ির বড় ভাই রতন সরকার বলেন, তিন ভাই অনেক কষ্ট করে, জমির ফসল বিক্রি করে ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম পাকা ঘর করব, আগুনে সেই ৮০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাড়ির পড়ুয়াদের বই, সার্টিফিকেট ও  সোনার গহনা পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল বাহিনীর এক আধিকারিকের অনুমান, গ্যাস লিক করেই টিনের চালে আগুন লাগে। মুহুর্তের মধ্যে সেই আগুন গোটা বাড়ি লেগে ভস্মীভূত হয়েছে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *