অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি: অতিমারির অনিশ্চয়তা কাটতেই সমাবর্তনের মাধ্যমে উত্তীর্ণ পড়ুয়াদের বকেয়া শংসাপত্র মেটাতে উদ্যোগী হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। আগামী ২৪ ফেব্রুয়ারি হবে এই সমাবর্তন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
নতুন নানা বিশ্ববিদ্যালয় তৈরির পর কিছু কলেজ বর্ধমানের আওতা থেকে বেড়িয়ে গেলেও এখনও ৭৪টি কলেজ রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আওতায়। উপাচার্য ডঃ নিমাই চন্দ্র সাহা এখবর জানিয়ে এই প্রতিবেদককে বলেন, “অতিমারির জন্য মাঝে বছর তিন সমাবর্তন করা সম্ভব হয়নি। উত্তীর্ণ পড়ুয়াদের প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। এবার আসল সার্টিফিকেট দেওয়া হবে।”
স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সার্টিফিকেট দেওয়া হবে যথাক্রমে ১ লক্ষ ৬৮ হাজার ৯৩২ এবং ২৬ হাজার ৬৫২। আগামী ৩৮-তম সমাবর্তনের পর এঁদের সার্টিফিকেট সংশ্লিষ্ট নানা কলেজে পাঠিয়ে দেওয়া হবে। গোলাপবাগে বিশ্ববিদ্যালয়ের মূল চত্বরে শুক্রবার দু’জনকে ডি লিট এবং দু’জনকে ডি এসসি দেওয়া হবে। অনুষ্ঠানে পিএইচডি এবং এম ফিল-এর শংসাপত্র দেওয়া হবে যথাক্রমে প্রায় ৪৯০ এবং ৮৬ জনকে। বিভিন্ন বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থানাধিকারী ৩৭৪ জনকে দেওয়া হবে স্বর্ণপদক।
ক্রীড়ায় বিশেষ নৈপুন্যের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে আগেই শৈলেন মান্না স্মৃতি স্মারক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার প্রথম দেওয়া হবে এই পুরস্কার। তিন বছরের বকেয়া স্বীকৃতি পাবেন চার জন।
প্রসঙ্গত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পঞ্চাশেরও বেশি পাঠ্যক্রম রয়েছে। পড়ুয়ার মোট সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৪৮৯। স্নাতকোত্তর স্তরে পড়ুয়ার মোট সংখ্যা ৫ হাজার ৯৯৮। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ২১৩।