জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ জুন: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে তেলচুরি শুরু হয়েছে, মদের কারবার শুরু হয়েছে, বেআইনি মদ বিক্রিতে তৃণমূলের পান্ডারা জড়িত, বেআইনি মদ বিক্রিতে পুলিশ পয়সা খাচ্ছে বলে প্রকাশ্য সভামঞ্চে অকপটে স্বীকার করলেন পটাশপুর ১ নং ব্লকের তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যের এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বুধবার বিকেলের পর একটি দলীয় অফিস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভা মঞ্চ থেকে তিনি বলেন,
পঞ্চায়েত ভোট পুলিশ দিয়ে হয়েছিল বলে আমরা জিতেছিলাম। গত বিধানসভায় পুলিশ ও কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হল তাই আমরা হারলাম। আমাদের লোকই আমাদের হারিয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি বলেন, দলীয় কার্যালয় হল মন্দিরের মতো, তাই ওখানে বসে মদ খাবেন না।
প্রসঙ্গত, পটাশপুর ১ নং ব্লকের গোয়ালদা বুথে তৃণমূলের নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক উত্তম বারিক। পঞ্চায়েত সমিতির সহসভাপতির এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

