স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপটিয়াগছ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকির আহমেদের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওর জেরে শোরগোল পড়েছে চোপড়া ব্লকজুড়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে এলাকায় মানুষ জন নিয়ে ঘরোয়া বৈঠক করতে। আর সেখানেই হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকির আহমেদকে বলতে শোনা যাচ্ছে যে, বোমা বন্দুক এখন সাধারণ ব্যাপার। এত বোম, বন্দুক রয়েছে যে ফতেহাবাদ গ্রামের বাড়ি ঘর ভাঙ্গতে ১০ মিনিটও সময় লাগবে না।

উল্লেখ্য, উপ প্রধান ও চোপড়া ব্লক তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদের মধ্যে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব। ফতেহাবাদ গ্রামে চোপড়া ব্লক তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদের বাড়ি। এই ভিডিওকে হাতিয়ার করে সাংবাদিক বৈঠক করে নিজের ক্ষোভ উগ্রে দেন চোপড়া ব্লকের কোরকমিটির চেয়ারম্যান তাহের আহমেদ। উপপ্রধান সাকির আহমেদকে গ্রেফতারের দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে। যদি পুলিশ তাকে গ্রেফতার না করে তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন চোপড়া ব্লকের তৃণমূল কোরকমিটির চেয়ারম্যান তাহের আহমেদ।
উপপ্রধান সাকির আহমেদকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

