আমাদের ভারত, বীরভূম, ২৭ জুলাই: ‘ওয়র্ল্ড হেরিটেজ’ ঘোষিত শান্তিনিকেতনের বাফার জোনে ১৫ ফুটের রবীন্দ্রমূর্তি বসিয়েছে বোলপুর পুরসভা, যাতে তীব্র আপত্তি জানাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাঁদের যুক্তি, ব্রাহ্ম আশ্রম হিসেবে পরিচিত শান্তিনিকেতনে মূর্তিপুজো হয় না। তাই মূর্তির বিরোধিতা করছেন তাঁরা। আর সেই নিয়েই নতুন বিতর্ক শুরু হয়েছে।
রবিবার রবীন্দ্রনাথের ওই মূর্তিটি উদ্বোধনের কথা ছিল রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের। কিন্তু বিতর্কের জেরে আপাতত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেই নিয়ে বিশ্বভারতীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বোলপুর পুরসভার আধিকারিকরাও। আপাতত অনুষ্ঠান বাতিল করা হলেও, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।