আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: সংশোধিত নাগরিকক আইন নিয়ে উত্তপ্ত পরিবেশের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা চেয়ে লাগানো পোস্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। সোমবার লাগানো সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা দু’টি পোস্টার উদ্ধার হয়েছে মেদিনীপুর শহরের কলিগঞ্জ এলাকার একটি মসজিদের সামনে। পোস্টার দুটির একটিতে কাশ্মীরি জনগণের স্বাধীনতা সংগ্রামে পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে।
অন্যটিতে লেখা ছিল “কাশ্মীর থেকে ভারতীয় দখলদার বাহিনী হাত গুটাও”। পোস্টার দুটির নিচে লেখা ছিল কাশ্মীর সংহতি কমিটি। মসজিদের পাশে পোস্টার দুটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা মেদিনীপুর কোতোয়ালী থানায় খবর দেন। পুলিশ এসে পোস্টার দুটি তুলে ছিঁড়ে দেয়। শহরের মাঝখানে এই ধরনের পোস্টার কারা লাগিয়েছে এবং কী উদ্দেশ্যে লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ।