নীল বনিক, আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: রাজ্যপাল জগদীপ ধনকরকে লাগাতার অপমান করা নিয়ে এবার সরব হচ্ছে বিজেপি। এই নিয়ে রাজ্য বিজেপি নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। জানাগেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যপালকে অপমান কররার বিষয়টি জানাবেন।
যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বামপন্থী ও তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরা বারবার রাজ্যপালকে হেনস্তা করছে। এই অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন বঙ্গ বিজেপির সাংসদরা। তারা রাজ্যপালের অপমান নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বাজেট অধিবেশনে সংসদে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী সবশুনে বিষয়টি রাষ্ট্রপতিকে জানাতে বঙ্গ বিজেপির সাংসদদের নির্দেশ দিয়েছিলেন বলে সূত্রের খবর। এমনকি বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপাল সিএএ নিয়ে মুখ খুললে আক্রান্ত হতে পারেন বলে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন। তারপরেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে জানাবার কথা বলেন।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নির্দেশে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য বঙ্গ বিজেপির সাংসদের তরফ থেকে সময় চাওয়া হয়েছে। বঙ্গ বিজেপির মোট ১৮ জন সাংসদ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বলে দলীয় সূত্রের খবর। আজ রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন বিজেপি সাংসদরা। রাজ্যের রাজ্যপালকে কিভাবে শাসক দল হেনস্তা করছে তার কিছু ভিডিও ফুঁটেজ রাষ্ট্রপতিকে দেখাবেন বিজেপি সাংসদরা।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রবেশ করার সময় রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন বামপন্থী ও তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরা। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দলের কর্মীরাও রাজ্যপালের গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন। যদিও কোথাও বিক্ষোভকারিদের সরাতে পুলিশ কোনঈ ব্যবস্থা করেনি। পুলিশের এই ভূমিকা নিয়েও রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবেন বিজেপি সাংসদরা।