জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ভুবনেশ্বর শাখার রেললাইনের উপর গতকাল মধ্যরাতে হঠাৎ একটি কন্টেইনার ভ্যান উল্টে পড়ায় বিপত্তি ঘটেছে। শনিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেল বিভাগের সেমি গেট এলাকায়। কন্টেইনার ভ্যানটি হুড়মুড়িয়ে রেললাইনে পড়ে যাওয়ায় ভ্যানের চালক ও খালাসি গুরুতর জখম হয়েছেন। তাদের খড়্গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আজ ভোরে খড়গপুর রেল বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই কন্টেনার ভ্যানটি ক্রেনের সাহায্যে রেললাইন থেকে সরিয়ে দেন এবং রেল চলাচল স্বাভাবিক করেন।