পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: আজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে “উপভোক্তা বিষয়ক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্র মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা অঞ্জনা মাহাতো, অতিরিক্ত জেলাশাসক কেম্পা হুনাইয়া, উপভোক্তা দপ্তরের আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপভোক্তাদের অধিকার ও সেবার মান উন্নয়নের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং সমস্যাগুলোর স্থানীয় পর্যায়ে সমাধানের জন্য কার্যকর রাস্তা নির্ধারণে গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসন বিভিন্ন মহকুমা শাসকদের মাধ্যমে উক্ত সিদ্ধান্তগুলি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—উপভোক্তার অধিকারের সুরক্ষা সম্পর্কে জনগণকে অভ্যন্তরীণভাবে যুক্ত করা এবং প্রশাসনিক স্তরে কার্যকর পদক্ষেপগুলিকে ত্বরান্বিত করা।