আমাদের ভারত, হাওড়া, ৩ মার্চ: করোনার চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাত বাড়িয়ে দিয়েছে বেশ কিছু মন্ত্রক।এবার এগিয়ে এল রেল মন্ত্রক। হাওড়ার লিলুয়া ওয়ার্ক শপে তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। দূরপাল্লার ট্রেনের একটি কামরাকে পুরোপুরি আইসোলেশন ওয়ার্ডে পরিনত করা হচ্ছে। স্লিপার কোচের তিনটি বার্থের মধ্যে মাঝের বার্থটি তুলে দিয়ে দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছে। লিলুয়া ওয়ার্কশপের এক কর্মী জানান, যেমন নির্দেশ এসেছে তেমনি করেই অত্যাধুনিক আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে ট্রেনগুলিতে।