Deputation, Tamluk, পঞ্চায়েত উপবিধি কার্যকর করে অত্যধিক কর বৃদ্ধির চক্রান্ত, তমলুকের নীলকুণ্ঠ‍্যা গ্রাম পঞ্চায়েত অফিসে বাসিন্দাদের বিক্ষোভ ও ডেপুটেশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ নভেম্বর: সম্প্রতি তমলুক ব্লকের নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত উপবিধি কার্যকর করতে ঘর বাড়ি সহ ব্যক্তি সম্পত্তির উপর বর্তমান বাজার মূল্যের ২ থেকে ৬% ট্যাক্স নেওয়ার উদ্দেশ্যে ৫ (ক) ফর্ম (রুল ৫৭ (২) দ্রষ্টব্য) বাড়ি বাড়ি দেওয়া হয়। পরিবারের প্রধানের স্বাক্ষর সহ ফর্মটি জমা দেওয়ার নির্দেশ দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান।

বিষয়টি জানার পর এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। ইতিমধ্যে এলাকার মানুষজন গঠন করেছেন “গ‍ৃহ সম্পত্তি কর বিরোধী নাগরিক কমিটি”। সাধারণ মানুষের উপর এই ধরনের জনস্বার্থ বিরোধী পদক্ষেপ করার বিরুদ্ধে আজ ওই কমিটির পক্ষ থেকে নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে বিক্ষোভে সামিল হন কয়েক শত বাসিন্দারা। তারা ওই সংক্রান্ত একটি স্মারকলিপিও তুলে দেন প্রধানের হাতে।

গৃহ সম্পত্তি কর বিরোধী নাগরিক কমিটির সভাপতি নিমাই মহিষ এবং যুগ্ম সম্পাদক পরেশ চন্দ্র আদক ও নারায়ণ সিংহ বলেন, গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করে আর্থিক অনটনের মধ্যে কোনরকম দিনযাপন করছে। তার ওপর যদি এই ধরনের করের বোঝা চাপিয়ে দেওয়া হয় তবে সাধারণ মানুষের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে। তাই এলাকার মানুষ খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *