আমাদের ভারত, মেদিনীপুর, ১ অক্টোবর: উত্তর প্রদেশে নিহত নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে, পুলিশের হাতে নিগৃহীত হন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। নয়ডাতে তাঁদের আটকে দেয় পুলিশ প্রশাসন। এর প্রতিবাদে সারা দেশের সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরেও প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মীরা। ইন্দা লোকাল থানার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় জ্বালানো হয় টায়ার। রাহুল গান্ধীকে আটকানোর এবং নিগ্রহ করার প্রতিবাদে যোগী সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে, গর্জে ওঠেন কংগ্রেস কর্মীরা।