আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মার্চ: যে সমস্ত গরিব মানুষেরা লোকের বাড়িতে কাজ করতেন, তাদের কাজে আসতে মানা করে দেওয়ায় খাদ্য সংকটে পড়েছেন তারা। এছাড়াও টোটো, অটো, রিক্সা, টলি ভ্যান চালিয়ে কিংবা লোকের দোকানে কাজ করে যারা রুটিরুজি
জোগাড় করতেন সমস্যায় পড়েছেন তারাও। এরকম ৩০০ অসহায় পরিবারকে সাধ্যমত খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা যুব কংগ্রেসের কর্মীরা। বিভিন্ন দিক থেকে কিছু কিছু খাদ্য সামগ্রী জোগাড় করে ওইসব গরিব অসহায় পরিবারগুলোর পাশে তারা দাঁড়াবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার ডেবরা ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে গ্রামবাসীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার এবং সাবান বিতরণ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের কর্মীরা।