স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ এপ্রিল: কালিয়াগঞ্জ কান্ডের প্রতিবাদে এবার রায়গঞ্জে পথে নামল কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের ডাকে রবিবার রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ সংলগ্ন স্থান থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। এই মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ সহ জেলা কংগ্রেসের নেতা ও কর্মীরা। মিছিল বিদ্রোহী মোড়, বকুলতলা, বেসরকারি বাসস্ট্যান্ড, ঘড়িমোর হয়ে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয়। মূলত কালিয়াগঞ্জ সহ গোটা রাজ্যজুড়ে নারী নির্যাতন, ধর্ষণ ও রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষদের উপরে অত্যাচার এবং এবং তদন্তের নামে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগেই মিছিল সংগঠিত হয়। প্রতিটি ক্ষেত্রেই তীব্র ক্ষোভ উগরে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি।