সাথী দাস, পুরুলিয়া, ৩ মার্চ: প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতারের প্রতিবাদে পুরুলিয়ায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। পুরুলিয়া সদর থানার সামনে পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন কংগ্রেস নেতা কর্মীরা। সদর থানার সামনে পুরুলিয়া শহর কংগ্রেস সভাপতি প্রদীপ চৌধুরীর নেতৃত্বে দলীয় এই কর্মসূচি পালন করেন তাঁরা।

একই ইস্যুতে ঝালদায় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। আজ ঝালদা বাস স্ট্যান্ডে শহর কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বড়তলা থানার পুলিশ রাজ্য কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচিকে গ্রেফতার করে। দুপুরে কৌস্তভকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ব্যক্তিগত ১ হাজার টাকা বন্ডে কৌস্তভের জামিন মঞ্জুর করেন বিচারক।

