জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: ন্যাশানাল হেরাল্ড সংক্রান্ত মিথ্যা মামলায় রাহুল গান্ধীকে হয়রানি, অধীর চৌধুরী, অশোক গেহলট ও অন্যান্য নেতাদের বেআইনিভাবে গ্ৰেপ্তার এবং দিল্লিতে কংগ্রেস অফিসে ঢুকে পুলিশি জুলুমের বিরুদ্ধে আজ পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম কেন্দ্রীয় সরকারি দপ্তর মেদিনীপুর শহরের প্রধান ডাকঘরের সামনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস।
এদিনের কর্মসূচিতে প্রায় ৫০০ জন কংগ্রেস নেতা কর্মী অংশগ্রহণ করেন। দলের জেলা সভাপতি সমীর রায় সহ চিরঞ্জীব ভৌমিক, তীর্থঙ্কর ভকত, শান্তি দত্ত, চিত্ত মুখার্জি, সঞ্জীব দত্ত, শ্যামল ঘোষ, অশোক দে, রণদীপ চক্রবর্তী পুষ্পেন্দু দে প্রমুখ এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন।