আমাদের ভারত, নদিয়া, ১ অক্টোবর: বৃহস্পতিবার হাথরসে দলিত মৃত তরুণীর বাড়িতে যাচ্ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। হাথরসের ১৪২ কিলোমিটার আগেই তাদের গাড়ি আটকে দেওয়া হয়। অগত্যা রাহুল ও প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমেই হাঁটতে থাকেন। পরে তাদের গ্রেফতার করা হয়। রাহুল গান্ধী অভিযোগ করেন, পুলিশ তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে রাহুল গান্ধীকে গ্রেপ্তার করার প্রতিবাদে নদিয়া জেলা কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করেন। নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমাল্য ঘোষ, কৃষ্ণনগর টাউন কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু বোস, অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কার্স পার্থ মুখার্জি সহ উপস্থিত ছিলেন জেলার নেতৃবৃন্দ।