চিৎপুরে রেল রিক্রুটমেন্ট বোর্ড অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ

আমাদের ভারত, ৩১ জানুয়ারি: কাজের দাবি এবং ভারতীয় রেলের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে সোমবার পশ্চিমবঙ্গের ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখায়। চিৎপুরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কলকাতা আঞ্চলিক অফিসের সামনে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের তরফে অর্ঘ্য গণ জানান, সারা দেশে এই মুহূর্তের ছাত্র-যুবদের আন্দোলন চলছে। একে সমর্থন করে এ রাজ্যেও আন্দোলন সংগঠিত করতে চলেছি।

প্রসঙ্গত, বিহার সরকার রেলওয়ে নিয়োগ প্রক্রিয়ায় নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি)-এর জন্য দুটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি) করার সিদ্ধান্ত নিয়েছিল। গ্রুপ ডি-এর সিবিটি ১-এর ফলাফল ১৪ জানুয়ারি প্রকাশিত হয়। সিবিটি ২-এর প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেছিল, নিয়োগের জন্য এই মানদণ্ডটি ২০১৯ সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সরকার বিজ্ঞপ্তিতে শুধুমাত্র একটি পরীক্ষার কথা উল্লেখ করেছে। ফলে অন্য পরীক্ষায় বসতে বলা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অন্যায়। ছাত্ররা রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলার অভিযোগ করেন। উত্তাল হয়ে ওঠে বিহার ও উত্তরপ্রদেশ। পরীক্ষার প্রক্রিয়া পর্যালোচনা করতে শুক্রবার রেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকে প্রধানমন্ত্রীর কার্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *