আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ অক্টোবর: করুণাময়ীতে যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলনে নির্মম পুলিশি অত্যাচারের প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। কাটমানি ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে এই স্লোগান তুলে শুক্রবার সন্ধেয় শহরে মিছিল করে কোতোয়ালি থানার সামনে হাজির হলেন কংগ্রেসের নেতা কর্মীরা। পুলিশ বাহিনী আন্দোলনকারীদের থানার মূল গেটে আটকে দেয়। সেখানেই রাস্তায় ব্যানায় হাতে বসে পড়েন কংগ্রেসের নেতা কর্মীরা। চলে আন্দোলন ও বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়।
উপস্থিত ছিলেন কংগ্রেস জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত। তিনি বলেন, “রাজ্যে কাটমানি ও স্বৈরাচারী সরকার চলছে। গভীর রাতে চাকরি প্রার্থীদের উপর যে আক্রমণ করা হয়েছে, তীব্র ভাষায় এর নিন্দা করছি। যে পুলিশ এগুলো করছেন তারাও কি ঘুস দিয়ে চাকরি পেয়েছিলেন? তা না হলে নিজের পিঠের শিরদাড়া সোজা রেখে কেন প্রতিবাদ করতে পাচ্ছেন না। যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় মার খাচ্ছেন, অযোগ্য প্রার্থীরা পার্থ বাবুর মত লোককে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। এর প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে।”