BJP, Rahul, ভারতে জেন-জি বিদ্রোহ করলে কংগ্রেস নেতাদের দেশ ছেড়ে পালাতে হবে, রাহুল গান্ধীকে পাল্টা জবাব বিজেপির

আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবারো আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। কেবল ভোটের তালিকায় গোলমাল নয়, বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত আদিবাসীর নাম ভোটের দিন ভোটার তালিকা থেকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আর এই অভিযোগ তুলে সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধে ভারতের জেন জিকে নির্ণায়ক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। এবার তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের সাংসদ নিশিকান্ত দুবের কথায়, ভারতের জেন- জি পরিবার তন্ত্র, দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী। তারা জাগলে কংগ্রেস নেতাদের পালাতে হবে।

বৃহস্পতিবার ভোটার তালিকায় জালিয়াতি নিয়ে দ্বিতীয় দফায় অভিযোগ করেছেন রাহুল গান্ধী। দেশের ছাত্র-ছাত্রী এবং জেন-জির কাছে গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। রাহুল নিজের এক্স হ্যান্ডেল একটি পোস্টে লেখেন, দেশের যুবসমাজ দেশের ছাত্র-ছাত্রীরা দেশের জেন জি সংবিধান রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে এবং ভোট চুরি বন্ধ করবে। আমি সর্বদা তাদের পাশে থাকবো। প্রসঙ্গত, জেন জির কাছে রাহুল গান্ধীর এই আহ্বান জানানোর সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ কয়েকদিন আগেই নেপালে জেনজি দুর্নীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে ক্ষমতাচ্যুত করেছে সেদেশের অলি সরকারকে।

রাহুল গান্ধীর এই পোস্টের পরে আক্রমণ শানিয়েছে বিজেপি। কংগ্রেসের বিরুদ্ধে তাদের অভিযোগ, ভারতেও নেপালের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস। বিজেপির আক্রমণে নেতৃত্ব দিয়েছেন সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, ভারতের জেন জি পরিবারতন্ত্রের দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী।

সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দুবে লিখেছেন, জেন জি পরিবারতন্ত্রের বিরোধী। তারা কেন নেহেরু, ইন্দিরা, রাজীব, সোনিয়ার পরে রাহুলকে মেনে নেবে? জেন জি দুর্নীতির বিরুদ্ধে। জেন জি কেন আপনাকে বের করে দেবে না? দেশের জেন জি কখনো বিদ্রোহ করলে দেশ ছেড়ে পালানোর জন্য কংগ্রেস নেতাদের তৈরি থাকার হুমকি দিয়েছেন দুবে।

বিরোধী দলনেতার ভোটচুরির অভিযোগ করার কয়েক ঘন্টার মধ্যেই উত্তর দিয়েছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, রাহুল যেসব দাবি করলেন সবটাই ভিত্তিহীন, কোনো প্রমাণ ছাড়া নাটক করছেন রাহুল। আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *