কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ নভেম্বর :
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে আজ বৃহস্পতিবার ঘাটালে গ্রামীণ চিকিৎসকদের সম্মান জানাল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে করোনা যোদ্ধাদের সম্মান জানানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এর পরে পুলিশ কর্মীদের সম্মান জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
৫৮ জন গ্রামীণ চিকিৎসক কে সম্মান জানানো হয়।বর্ষিয়ান কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামী বলেন, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এই চিকিৎসকরা মানুষের পরিষেবা দিয়ে আসেন। তাদের বাড়িতে গিয়ে বিছানায় বসে তাদের দেখে আসেন। করোনার সময় ছাড়াও সবসময়ই এরা মানুষের পাশে থাকেন। সরকারের উচিত এদের কথা ভাবনা চিন্তা করা। এরপরে আমাদের মহকুমা স্তরে গ্রামীণ চিকিৎসকদের সম্মানিত করার পরিকল্পনা আছে।
গ্রামীণ চিকিৎসক সংগঠনের নেতা বিভাস মন্ডল বলেন, গ্রামীণ চিকিৎসকরা সর্বদাই মানুষের পাশে থাকেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে আইসিএমআর গঠনসহ বিভিন্ন দিক সংক্ষেপে প্রাঞ্জল ভাষায় তিনি বলেন। গ্রামীণ চিকিৎসকরা সরকারের কাছে করোনার সময় পিপিপি কিট, গ্লাভস চেয়েও পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন অশোক সেন গুপ্ত, শশধর মন্ডল, কৌশিক গোস্বামী, সুপ্রিয় বেরা, দেব প্রসাদ চৌধুরী সহ অন্যান্যরা।