Abhijit Mukherjee, Congress, অভিজিৎ মুখোপাধ্যায় বীরভূম জেলা সভাপতি, কংগ্রেসে ক্ষোভ

আশিস মণ্ডল, আমাদের ভারত, সিউড়ি, ১৪ আগস্ট: ফের বীরভূম জেলা কংগ্রেসে ভাঙন শুরু। এবার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি করায় দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কেউ কেউ সমাজ মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করে বিতর্কের ঝড় তুলেছেন।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালের তালিকায় অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম রয়েছে বীরভূম জেলা সভাপতি হিসাবে। এতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে দলের মধ্যেই। অভিযোগ, অভিজিৎ মুখোপাধ্যায় জেলার মানুষ হলেও বীরভূমের মাটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি ব্যক্তি স্বার্থে রাজনীতি করে গিয়েছেন। এখনও তাঁর শরীর থেকে তৃণমূলের গন্ধ যায়নি। এরকম একজনকে জেলা সভাপতি করে দলটাকে তৃণমূলের হাতে তুলে দিয়েছে দলের উচ্চ নেতৃত্ব। ক্ষোভে ইতিমধ্যেই দল ছাড়ার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেছেন দলের জেলা সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান দেবাদিত্য দেবাংশী। তিনি তাঁর পদত্যাগ পত্র রাজ্য চেয়ারপার্সন আশক ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে দাবি তাঁর।

দেবাদিত্যবাবু বলেন, “২০০৬ সাল থেকে ছাত্র রাজনীতি করে উঠে এসেছি। এখনও দলটাকে ভালোবেসে করতাম। কিন্তু যাকে সভাপতি করা হলো তিনি দিন কয়েক আগেও তৃণমূলে ছিলেন। এমনকি নলহাটি বিধানসভায় নিজে জেতার জন্য কংগ্রেস দলটাকে লাটে তুলে দিয়েছিলেন। জঙ্গিপুরে হেরে গিয়ে তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু সেখানে তেমন পাত্তা না পেয়ে ফের কংগ্রেসে। এবার দলের যেটুকু অস্তিত্ব রয়েছে সেটুকুও তৃণমূলের হাতে তুলে দিতে এসেছেন। সেই কারণেই কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম।”

কংগ্রেস নেতা সাহাজাদা হোসেন কিনু লিখেছেন, “বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি হওয়ার মতো যোগ্য লোক ছিল না? তাঁর দাবি, দিল্লি কংগ্রেস না চাইলে পশ্চিমবঙ্গ কংগ্রেসকে উজ্জীবিত করতে কেউ পারবে না।”

তবে এনিয়ে কংগ্রেসের কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *