কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উতপ্ত ইসলামপুর, জখম ৫

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ জুন: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। এরই মাঝে সাইকেলে ধাক্কা লাগা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয় উত্তর দিনাজপুরের ইসলামপুরের গাইসাল দুই গ্রাম পঞ্চায়েতের মালকাডাঙ্গা এলাকায়৷ সাইকেলের
ধাক্কাকে কেন্দ্র করে কংগ্রেস ও টিএমসির মধ্যে গন্ডগোল ও দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়৷ লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর চড়াও হয় দুই দলের নেতা কর্মীরা৷ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম আহামেদ, নুরুল হুদা, মেহেবুব, নুর ইসলাম, সুন্তুরি। আহতদের অভিযোগ, পরিকল্পনা করেই কংগ্রেস নেতৃত্ব দুষ্কৃতীদের নিয়ে হামলা চালায়৷ অভিযোগ, তৃণমূলের দুই বারের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মহম্মদ সরফরুদ্দিন এবারেও প্রার্থী হয়েছে। তাদের অনুগামীদের উপর হঠাৎ‌ই পরিকল্পিত ভাবে কংগ্রেসের লোকজন চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত রাস্তায় সামান্য সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে। এরপরই দু’ পক্ষের মধ্যে মারপিট শুরু হয়েছে যায়। আর তাতেই দুই দলের অন্তত পাঁচ জন আহত হয়ে ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন হন।

তৃণমূলের অভিযোগ, এবারেও ভোটে মহম্মদ সরফরুদ্দিনের জেতাটা কেবল সময়ের অপেক্ষা। কংগ্রেস তা বুঝতে পেরেই তাদের উপর আক্রমণ চালায়। যদিও কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। কংগ্রেসের পাল্টা অভিযোগ, টিএমসির লোকেরা‌ই তাদের উপর আক্রমণ করে। কেননা, তাদের দল রাজ‍্যে ক্ষমতাসীন। এলাকার মানুষ কংগ্রেসের সাথে আছে। তৃণমূল হারবে এই ভয়ে আক্রমণ করেছে ওরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *