জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুলাই: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হয়েছে চিকিৎসক দিবস। বুধবার ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন উপলক্ষ্যে মেদিনীপুর শহর মহিলা কংগ্রেস ও ৫ নম্বর ওয়ার্ডের স্ব সহায়ক দলের যৌথ উদ্যোগে ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম শতবর্ষে ৫নং ওয়ার্ড এলাকাতে প্রায় ২০০ জন বাচ্চা ও প্রসূতি মায়েদের দুধ ও ফল বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌ রায়, শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, গোপাল সাহা সহ অন্যান্যরা।
এদিন স্বসহায়ক দলগুলির আর্থিক সহায়তায় প্রায় ২৫০ জন দুঃস্থ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি দেওয়া হয়েছে। এছাড়াও বুধবার রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করেছে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর শহরে পদযাত্রার সময় বিভিন্ন এলাকায় জীবাণু নাশক স্প্রে করা হয়। এছাড়াও জেলা কংগ্রেস কার্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমগ্র কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন রাজ্যনেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন জেলা সভাপতি সমীর রায়, কুনাল ঘোষ, যুব কংগ্রেসের জেলা সভাপতি সাইফুল হোসেন সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।