আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ জানুয়ারি:
দেশজুড়ে প্রনয়ণ করা কেন্দ্রীয় সরকারের সিটিজেন অ্যামান্ডমেন্ড আইন ও এনআরসি’র প্রতিবাদে যৌথভাবে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস ও সিপিএম। রায়গঞ্জের রাজপথে একই ইস্যুতে আন্দোলনে নেমে প্রতিবাদ মিছিলে পা মেলালেন একদা দুই যুযুধান বিরোধী রাজনৈতিক দল সিপিএম ও কংগ্রেস৷ এনআরসি ও সিএএ’র প্রতিবাদে একই সঙ্গে গলা মেলালেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল।
কেন্দ্রে বিজেপি সরকারের এনআরসি ও সিএএ’র প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সরব হয়েছে সমস্ত বিরোধী দল। সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও সিএএ ও
এনআরসি’র প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করল কংগ্রেস ও সিপিএম।
জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত এবং সিপিএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পালের নেতৃত্বে কয়েকশো কংগ্রেস ও সিপিএম সমর্থক প্রতিবাদ মিছিল করে। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে মহামিছিল শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে শেষ হয়। মিছিলে ছিল একটাই স্লোগান নো এনআরসি, নো সিএএ।