সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে পথে বাম ডান

আমাদের ভারত, হাওড়া, ৫ জানুয়ারি: সংশোধিত
নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে রবিবার বাম ডান একত্রে পথে নামল। আগামী বুধবার সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার উলুবেড়িয়ায় মিছিল করল বামফ্রন্ট ও কংগ্রেস। এদিন উলুবেড়িয়া খেয়াঘাট থেকে উভয়দল একসাথে মিছিল করে উলুবেড়িয়া ষ্টেশন পর্যন্ত যায়। এদিনের ধর্মঘটের সমর্থনে ডাকা মিছিলে নেতৃত্ব দেন উলুবেড়িয়া পৌরসভার বিরোধী দলনেতা সাবির উদ্দিন মোল্লা। এছাড়াও এদিনের এই মিছিলে বামফ্রন্ট ও কংগ্রেসের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিন সাবির উদ্দিন মোল্লা দাবি করেন, আগামী বুধবার বনধ সর্বাত্মক হবে। সারা দেশের পাশাপাশি রাজ্যের সব জায়গা অচল হবে। তিনি বলেন, বুধবার যে কারণে বনধ ডাকা হয়েছে সেটা সাধারণ মানুষের স্বার্থে আর সেই কারণে সকলে এই বনধকে সমর্থন করবে।
অন্যদিকে এদিন আমতার দ্বীপাঞ্চল ভাটোরায় জয়পুর তৃণমূল কংগ্রেসের উদ্যেগে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে মিছিল বের করা হয়। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের প্রতিবাদে পথে নেমেছেন। এবং আমরাও আজ এর প্রতিবাদে পথে নামলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *