সাথী দাস, পুরুলিয়া, ১ জুলাই: বিজেপি ও কংগ্রেস থেকে পঞ্চান্নটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। বুধবার, স্থানীয় দলীয় কার্যালয়ে ঝালদা দড়দা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি ও কংগ্রেস সমর্থিত পরিবার তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। ওই পঞ্চায়েত এলাকার গোপালপুর নতুনডির কংগ্রেসের বুথ সভাপতি মধুসূদন মাহাতও যোগদান করেন এদিন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝালদা ১ ব্লক পঞ্চায়েতের সহকারি সভাপতি শেখ সুলেমান। শেখ সুলেমান জানান, বিজেপির কর্মকান্ড ভাওতাবাজি লোকঠকানো প্রতিশ্রুতি মানুষ বুঝতে পেরেছে। একই অবস্থা কংগ্রেসের। এই কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ভাবে আমাদের সরকার উন্নয়ন করে যাচ্ছে তাতে উদ্বুদ্ধ হয়ে আজ মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।
যোগদানকারি মধুসুধন মাহাতো জানান, দিদির উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালদা দড়দা পঞ্চায়েত প্রধান বিজয় লইয়া, উপপ্রধান সাহেজামাল ও ঝালদা দড়দা অঞ্চল সভাপতি যুধিষ্ঠির মাহাতো সহ স্থানীয় নেতৃত্ব।