নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ নভেম্বর:
যুবমোর্চার কর্মীদের শাস্তির দাবিতে এবার রাজভবনের সামনে বিক্ষোভ যুবকংগ্রেস কর্মীদের। সোসবার যুবকংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখান। প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস ভবনে বিজেপির যুব মোর্চার কর্মীরা শনিবার হামলা করে। তার প্রতিবাদে সরব হয়ে এদিন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের কর্মীরা রাজ ভবনের গেটে বিক্ষোভ দেখান। যদিও রাজ্যপাল জগদীপ ধনকর রাজভবনে ছিলেন না। তিনি নিজস্ব কাজে উত্তরবঙ্গে রয়েছেন।
যুব কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি বলেন, বিজেপির গুন্ডা বাহিনী আমাদের সদর দপ্তরের হামলা চালিয়েছে। অভিযোগ হওয়া সত্বেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি বলে জানান তিনি। তৃণমূল আর বিজেপির রাজনৈতিক মতাদর্শ যে এক সেটি আরও একবার প্রমাণ হয়েছে বলে জানান আশুতোষ চ্যাটার্জি।
রাজভবনের সামনে যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভ দেখানোর জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। যুব কংগ্রেস কর্মীদের রাজভবনের গেটের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া কর্মীদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।