আমাদের ভারত, ৫ জুলাই: ঝাড়গ্রামে ২য় মহাযুদ্ধের না-ফাটা বোমা নিয়ন্ত্রণে আনায় অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি ভিডিও-সহ এক্স-বার্তায় মন্তব্য করেছেন।
তিনি লিখেছেন, “গতকাল আমাদের নজরে আসে যে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ভুলানপুর গ্রামে একটি খোলা মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। পুলিশ এবং বিমান বাহিনী সহ রাজ্য সরকারের বিভিন্ন মহল অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে যায়। আশপাশের এলাকার জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। তারপরে বোমাটি নিরাপদে এবং সফলভাবে নিস্ক্রিয় করা হয়। ভালো কাজের জন্য জড়িত সবাইকে ধন্যবাদ জানাই।”