স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ জুলাই :
জায়গা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই সংগঠনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুর। নদিয়ার শান্তিপুর কলেজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি কার্যালয় ছিল। অভিযোগ, আমফান ঝড়ে সেই কার্যালয় নষ্ট হয়ে যাওয়ায় বুধবার পুনরায় তা তৈরি করতে গেলে তৃণমূলের ছাত্র সংগঠনের ছেলেদের সাথে সংঘর্ষ বাধে শ্রমিক সংগঠনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রমিক সংগঠনের এক নেতা। তদন্ত শুরু করেছে পুলিশ।