আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: রাজ্য সভাপতি হিসাবে অশোক রুদ্র দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমাগত কর্মসূচির মাধ্যমে শাখা সংগঠন হিসাবে প্রাথমিক শিক্ষক সমিতি তৃণমূল কংগ্রেসের পাশে আছে কঠিন পরিস্থিতিতেও। জেলাতে যেখানে মূল দল ছাড়া অনান্য সংগঠনের কর্মসূচি হাতে গোনা যায়, সেখানে শালবনীতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল আজ শতাধিক শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে। সদর উত্তর চক্রের সভাপতি তন্ময় সিংহ এই কঠিন পরিস্থিতিতে যারা সভাতে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।
সংগঠনের জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তী শিক্ষক শিক্ষিকাদের আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে তৃতীয়বার মা মাটি মানুষের সরকারের প্রতিষ্ঠার। শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি ও কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সংগঠনের তরফে শিক্ষক নেতৃত্ব হিসাবে চন্দন মাসান্ত, অমর চৌধুরী, অজিত দুলে, বিশ্বজিৎ সিনহা, সুব্রত দাস, সঞ্জয় নামহাতা, অভিজিত ঘোষ, অরুণ মাহাত, রামসরোজ মুখার্জি, জিশান আলি, পূজা চ্যাটার্জি, অমিত মারিক, শুভম চাউলিয়া, বিল্টু রানা, অভিষেক মন্ডল ও জয়দেব ঘোষ উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষীয়ান শিক্ষক বিপ্লব পাল।