আমাদের ভারত, মেদিনীপুর, ২০ জুন: পশ্চিম মেদিনীপুর জেলা কেবল টিভি ও ব্রডব্যান্ড অপারেটার্স এ্যসোসিয়েশন এর নবম বার্ষিকী সম্মেলন আজ অনুষ্ঠিত হল শহরের ফেডারেশন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রণব বসু, অজিত মাইতি, নির্মল ঘোষ, বিশ্বনাথ পাণ্ডব, নির্মাল্য চক্রবর্তী, স্নেহাশীষ ভৌমিক সহ কেবল অপারেটররা।
বর্তমা পরিস্থিতিতে কী ভাবে এগোতে হবে তা নিয়ে আলোচনা হয়। এখন বিভিন্ন বেসরকারি কোম্পানি ব্যবসা করার জন্য তারা আসছে, তাই সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। এই বেসরকারি কোম্পানির বিরুদ্ধে, অপারেটরদেরকে মনোবল বাড়ানোর জন্যই এই সম্মেলন। আজ জেলার বিভিন্ন স্থানের প্রায় শতাধিক কেবল ব্যাবসায়ী উপস্থিত ছিলেন।


