আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ মে: ব্যারাকপুরে দেশের প্রধান মন্ত্রীর সভা করতে আসা প্রসঙ্গে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ১২ মে বিজেপি প্রার্থী অর্জুন সিং- এর সমর্থনে ভাটপাড়ায় জনসভা করতে আসার কথা রয়েছে। তবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে মাঠে সভা করতে আসবেন সেই মাঠ ভাটপাড়া পুরসভার তত্ত্বাবধানে খুঁড়ে ফেলা হচ্ছে। প্রধানমন্ত্রীর মত হাইপ্রোফাইল ব্যক্তির আসার বিষয় জানার পরেও হেলদোল নেই পুলিশ প্রশাসনের।
অপর দিকে অর্জুন সিং- এর সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিন তিনি গারুলিয়া পৌর এলাকায় ভোটের প্রচার চলা কালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তার বক্তব্য, “প্রধানমন্ত্রী সকলের প্রধান মন্ত্রী। কিন্তু উনি কোন মাঠে আসবেন সেটা তো জানা ছিল না। আর ওই মাঠটা খেলার মাঠ করার জন্য খোঁড়া হয়েছিল।”