গরিব পরিবারদের খাদ্য সামগ্রী বিতরণ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অনুমোদিত কম্পিউটার সেন্টারের

আমাদের ভারত, হুগলী, ২৬ এপ্রিল: পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার অনুমোদিত পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের এক কম্পিউটার সেন্টার বেশ কিছু গরিব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন।

রবিবার দুপুর ১২টার সময় খন্যান চৌমাথায় ঈশ্বরচন্দ্র বিবেকানন্দ ন্যাশনাল যুব কম্পিউটার সেন্টার থেকে এই খাদ্য সামগ্রীতে দেওয়া হয়।এই সংস্থাটি পশ্চিমবঙ্গের কারিগরী দপ্তরের যে সমস্ত বিনামূল্যে প্রশিক্ষণগুলি রয়েছে, তারা ছাত্র ছাত্রীদের সেই সব প্রশিক্ষণ দিয়ে থাকে এবং সারাবছরই এই সংস্থা নানান সামাজিক কাজ কর্মেরও মধ্যে যুক্ত থাকে।

বর্তমানে লকডাউনের কারণে সবকিছুই বন্ধ হয়ে রয়েছে। এই সময় দিন আনা দিন খাওয়া পরিবারে আর্থিক অনটন দেখা দিয়েছে। খন্যানের মোট ১০০টি পরিবারের হাতে আজ চাল, ডাল, পেঁয়াজ সহ নানান খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এই সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়, হুগলী সহ আরও দুটি জেলাতে আজ এই ধরনের খাদ্য সামগ্রী তারা মানুষের হাতে তুলে দিচ্ছেন। আগামী দিনেও তারা আরো মানুষের পাশে থাকবেন।
খাদ্য সামগ্রী হাতে পেয়ে বেশ খুশি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *