Shamik, BJP, “সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত,” সাংসদ, বিধায়কের আক্রান্ত হওয়া প্রসঙ্গে শমীক

আমাদের ভারত, ৭ অক্টোবর: “তৃণমূল কংগ্রেসের জিহাদিদের ও জামাতিদের দিয়ে এভাবে ভারতী জনতা পার্টির সাংসদ, বিধায়ক এবং নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হলো খয়েরবাড়িতে। এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত।” মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে পাহাড় পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

সল্টলেকে বিজেপি পার্টি অফিসে নানাবিধ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি প্রথমেই বলেন, আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য ওই আক্রমণ করা হয়েছে। এর একমাত্র উদ্দেশ্যই হলো সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা এবং উত্তরবঙ্গের মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া।

তিনি বলেন, তৃণমূল সরকার যদি মনে করে বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের দিয়ে আমাদের উপর আক্রমণ চালানো হবে তা বেশিদিন চালানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *