পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মেদিনীপুর শহরের পৌরএলাকায় ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে গড়িমসি ও বাড়ি তৈরিতে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ আনলেন ২০ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। কন্ট্রাকটরের বিরুদ্ধে অভিযোগ পেয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিমা দে।
মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমরেন্দ্র পান্ডব। ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে প্রথম দফায় টাকা পেলে কাজও শুরু হয় বাড়ি তৈরির। কিন্তু তাঁর ছেলে অতনু পাণ্ডবের অভিযোগ, বাড়ি তৈরির সরঞ্জাম নিম্নমানের। সেই সঙ্গে প্রথম দফায় টাকা পেয়ে গেলেও কন্ট্রাকটরের বিরুদ্ধে বাড়ি তৈরির কাজে গড়িমসির অভিযোগ আনা হয়েছে। টাকা পাওয়ার এক মাস পরেও স্রেফ ভিতের কাজটুকু করে ফেলে রাখা হয়েছে। লিন্টন ঢালাই এখনও হয়নি বলে অভিযোগ এনে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিমা দে-র দ্বারস্থ হন অতনু।
কাউন্সিলর প্রতিনিধি এলাকার অলিখিত জন-প্রতিনিধি বরুন বিকাশ দে অবিলম্বে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, “এই সমস্যার সম্মুখীন কেউ হলে অবিলম্বে আমায় জানান। আমরা পদক্ষেপ নেব। গরিব মানুষের বাড়ি তৈরিতে যেন কোনও দু’নম্বরি না হয়, যাতে সঠিক গুণগত মানের সরঞ্জাম ব্যবহার করা হয় আমরা সে বিষয়ে সচেষ্ট।”
অতনু পাণ্ডবের অভিযোগ প্রসঙ্গে তাঁর আশ্বাস, “লিখিত ভাবে জানিয়েছি। আগামী ২০ দিনের মধ্যে লিন্টনের কাজ শেষ করতে হবে। এরপর দ্বিতীয় দফায় টাকা এলে বাকি কাজ করতে হবে। সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে।”
এখানে উল্লেখ্য যে, প্রতিমা দে নামেই কাউন্সিলর, কিন্তু ওয়ার্ড পরিচালনা করেন। তাঁর স্বামীই বরুণ বিকাশ দে।